bqbangladesh.com

Dealership

নিজ জেলায় ডিলারশিপ নিয়ে আয় করুন নিশ্চিন্তে

ডিলারশিপ বা পাইকারি নিয়ে ব্যবসা

3 Videos
বি-কিউ ডিলার/ডিস্ট্রিবিউটর শর্তসমূহ ?

শর্ত সমূহ:
‘বি.কিউ বাংলাদেশ’ বাংলাদেশের অন্যতম স্টেশনারি সামগ্রী ও অফিস সামগ্রী উৎপাদনকারী ও বিপণনকারী প্রতিষ্ঠান।বি কিউ বাংলাদেশ সব সময় ডিস্ট্রিবিউটরদের স্বার্থ সংরক্ষণ করার জন্য সর্বাত্মক চেষ্টা করে থাকে এবং সর্বোচ্চ মুনাফা প্রদান সহ সময়োপযোগী প্যাকেজ প্রদান করে থাকে। একজন ডিস্ট্রিবিউটরের প্রধান দায়িত্ব হচ্ছে তার নির্ধারিত এরিয়াতে পণ্যের সহজলভ্যতা নিশ্চিত করা এবং কোম্পানি প্রদত্ত টার্গেট অর্জনের মাধ্যমে সেলস বৃদ্ধি করা।

১.একজন ডিলার তার নির্ধারিত এলাকা ব্যতীত অন্য এলাকায় পণ্য বিক্রি ও সরবরাহ করতে পারবেন না তবে এলাকা বৃদ্ধি করতে চাইলে কোম্পানির সাথে আলোচনা সাপেক্ষে তা করতে পারবেন।
২.পেমেন্ট এবং অন্যান্য লেনদেন:ডিলার/ডিস্ট্রিবিউটর পে অর্ডার/ডিমান্ড ড্রাফট/ব্যাংক ডিপোজিট/অনলাইন ট্রান্সফার/আরটিজিএস এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন /কেবলমাত্র কোম্পানির একাউন্টে টাকা জমা দেয়ার মাধ্যমে ডিমান্ড একটিভ হবে এবং ডেলিভারি দেয়া হবে।
৩.কোম্পানির কোন লোকজনের সাথে সরাসরি আর্থিক লেনদেন যেমন কালেকশন/টাকা জমা/ উত্তোলন কিংবা ব্যক্তিগত লেনদেন করবেন না।
এক্ষেত্রে কোম্পানি কোন অভিযোগ গ্রহণ করবে না।
৪.কোম্পানির পলিসি মোতাবেক পরিবেশকগণকে গোডাউনে পর্যাপ্ত পরিমাণ মালামাল রাখতে হবে।
৫.পরিবেশকগনকে অর্ডারকৃত পণ্য নিজস্ব লোকবল দিয়ে ১০০% ডেলিভারি নিশ্চিত করতে হবে।

ডিলার/ডিস্ট্রিবিউটর আবেদন করতে নিচের ফর্মটি পূরণ করে সাবমিট করুন

Scroll to Top